সূচনা করা যাক
স্কাইস্ক্রেপার শব্দটি দিয়ে । ইংরেজি
স্কাইস্ক্রেপার শব্দটির বাংলা অর্থ আকাশচূম্বী
অট্টালিকা । বর্তমান পৃথীবি জুরে চলছে স্কাইস্কেপার
বানানোর প্রতিযোগিতা
। সব দেশি চায় তাদের
নিজেদের একটা
আইকনিক টাওয়ার
। আর অবশ্যয় সেটা হতে
হবে স্কাইস্কেপার
। বাংলাদেশ এই প্রতিযোগিতা থেকে
পিছিয়ে থাকবে
তাত হতে
পারে না
।অন্যদের সাথে তাল মিলিয়ে
বাংলাদেশেও চলছে স্কাইস্ক্রেপার বানানোর প্রতিযোগিতা
।
তবে স্কাইস্ক্রেপার সম্পর্কে
লিখতে গেলে
বাংলাদেশী ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খানের
নাম অবশ্যয়
স্মরণ করতে
হয়।
আজ প্রিথিবী
জুরে স্কাইস্ক্রেপার
বানানোর প্রতিযোগীতা
তার সূচনায়
করেছিলেন ফজলুর
রহমান খান(FR
Khan)। তার নকশায়
গড়া সিয়ার্স
টাওয়ার, শিকাগো
,আমেরিকা ।১৯৭৪ সালে
নির্মিত এই
ভবনটি প্রায়
৩০ বছরধরে
বিশ্বের উচ্চতম
ভবন ছিলো।এছারাও
তিনি বিশ্বের
বিভিন্ন উচ্চতম
ভবনের নকশা
করেছেন ।
আর সেখান
থেকেই শুরু
হয়েছে বিশ্বজুরে
স্কাইস্ক্রেপার বানানোর প্রতিযোগীতা । বর্তমান
বিশ্বের সবচেয়ে
উচ্চতম স্কাইস্ক্রেপার
হল দুবায়ের
বুর্জ খলিফা
যা প্রায়
৮৫০মিটার লম্বা
(১০০০মিটার =১কিলোমিটার)
বিশ্বের সাথে তাল
মিলিয়ে বাংলাদেশেও
নির্মাণ হচ্ছে
স্কাইস্ক্রেপার । অধিকাংশ স্কাইস্ক্রেপারি রাজধানী ঢাকাতে অবস্থিত এর
পরেয় আছে
চট্রগ্রাম এবং সিলেটেও বেশ কিছু
স্কাইস্কেরার য়েছে । বর্তমানে বাংলাদেশে
প্রায় ১০০০রেরো
বেশি স্কাইস্ক্রেপার
রয়েছে এবং
কয়েকশো নির্মানাধীন
। এগুলোর অনেকেয় প্রায় ২০০মিটার
উচ্চতা বিশিষ্ট
। স্কাইস্ক্রেপার নির্মানে দেশের আয়তনের
দিক থেকে
বাংলাদেশ আছে
বিশ্বের ২য়
অবস্থানে (প্রথম চিন )। ঢাকাকে
বলা হয়
2nd Growing City of the ওয়র্লদ।
বাংলাদেশের উচ্চতম স্কাইস্ক্রেপারটি
হল আগ্রাবাদে
"চট্রগ্রাম সিটি সেন্টার" ৫১ তলা
বিশিষ্ট ভবনটি
প্রায় ১৯০
মিটার ।
এটা বাংলাদেশের
উচ্চতম এবং
দক্ষীন এশিয়ার
১০ম উচ্চতম
স্কাইস্ক্রেপার এর পর আছে মতিঝিলে
"সিটি সেন্টার বাংলাদেশ "যেটা প্রায়
১২০মিটার ।
৩য় অবস্থানে
আছে মতিঝিলের
"বাংলাদেশ ব্যংক টাওয়ার "এটা ১১৫মিটার
উচ্চ ।
৪র্থ অবস্থানে
ঢাকার "সিটিব্যংক টাওয়ার "যেটা ১০৯মিটার
এবং ৫ম
অবস্থানের "ব্রাক ইউনিভার্সিটি
"যেটা ১০০ মিটার উচ্চ ।
এছারাও ঢাকা
,চট্ট্রগ্রাম,ও সিলেট জুড়ে রয়েছে
১০০০রেরো বেশি
স্কাইস্ক্রেপার । নির্মাণাধীন আছে আরো
অনেক এবং
বেশ কিছু
প্রস্তাবিত ।
কিছুদিনের মধ্যেয় বাংলাদেশো
স্থান করে
নেবে প্রথিবীর
উন্নত দেশের
তালিকায় তা
আর বলতে
বাকি রাখেনা
। স্লাইস্ক্রেপার গুলোর দিকে তাকালে
আপ্নি নিজেও
তা অনুমান
করতে পারবেন
। ছবিগুলো দেখে বিদেশী মনেহলেও
অগুলো বাংলাদেশী
স্কাইস্কেপার ।
নিচে বাংলাদেশের উচ্চতম
স্কাইস্ক্রেপার গুলোর তালিকা দেওয়া হল
,যা ছড়িয়ে
আছে প্রধান
শহরগুলোতে।
List Of Tallest
Building or Skyscrapers in Bangladesh
1(Chittagong City Center Chittagong 190metres (623 ft)
2 )City Centre Bangladesh Dhaka 120metres(394 ft)
3 )BangladeshBank Building Dhaka 115metres(377 ft)
4 )City Bank TowerDhaka 109 metres(358 ft)
5 )BRAC University Dhaka 100 metres (328 ft)
6) Doreen Tower Dhaka 92metres(302 ft)
7)AK KhanTower Chittagong 91metres(299 ft)
8 )WorldTrade Center Chittagong 91metres(299 ft)
9) Dhaka WestinDhaka 86 metres(282 ft)
10 )ConcordGrand Dhaka 80metres(262 ft)
11) Delta Life Insurance Company LimitedBuilding Dhaka
80metres(262 ft)
12 )Janata Bank TowerDhaka 78metres(256 ft)
13 )Awal Centre Dhaka 76metres (249 ft)
14 )Navana Tower Dhaka74metres(243 ft)
15 )Uday Tower Dhaka 74metres(243 ft)
16) People's Insurance Tower Dhaka 71metres(233 ft)
17 )Bangladesh Shilpa Bank Tower Dhaka 74metres (243 ft)
18 )Sena Kalyan Bhaban Dhaka 68metres(223 ft)
19 )BorakTower Dhaka 64 metres(210 ft)
20 )Multiplan ShahjalalCity 1 Sylhet 58 metres(190 ft)
21 )PacificTower Sylhet 51metres(167 ft
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন