Social Icons

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট Dhaka Mohila Polytechnic Institute

ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট

নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯৮৫ সালে মাত্র দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ।পিছিয়ে পরা নারী সমাজকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিতকরণ ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার জন্য প্রতিষ্ঠান্টি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । বর্তমানে ইন্সটিটিউটটিতে ৫টি বিভাগ চালু আছে ।

ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটটি ঢাকা শহরের প্রণকেন্দ্র আগারগায়ের শিক্ষা পল্লীতে অবস্থিত । ইন্সটিটিউটটের প্রাকিতিক পরিবেশ অত্যন্ত মনোরম ।
ছাত্রিদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে । এছারাও প্রতিষ্ঠানটি আগারগায়ের মত এলাকাই হওয়ায় যাতায়াতের উন্নত ব্যবস্থা আছে । ঢাকার প্রায় সব স্থান থেকেয় সহজে যাতায়াত করা যায় ।

৫টি ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়
১)Architecture Technology
২)Computer Technology
৩)Electro-medic
al Technolgoy
৪)Electronics Technolgy
৫)Instrumentation and Process Control Technology
প্রতিষ্ঠানটিতে উন্নত ল্যবরেটরি ,লাইব্রেরী ,মিলনয়তন ,ও ইনডোর গেমের ব্যবস্থা আছে ।

ছবি -ইলেকট্রনিক্স ল্যবে ছাত্রীরা কাজ করছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন