Social Icons

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

মোবাইল অ্যাপস ডেভলপমেন্টে প্রশিক্ষণ

আইসিটি মন্ত্রণালয়ের সাথে আইডিইবি'র উদ্যোগে অ্যাপস ডেভেলপমেন্টে  প্রশিক্ষণের সুযোগ

☞ প্রশিক্ষণের নামঃ মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।

☞ প্রশিক্ষণের পূর্বশর্তঃ প্রার্থীকে অবশ্যই Java অথবা C++ প্রোগ্রামিং জানতে হবে।

☞ নিম্নলিখিত লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
http://www.nationalappsbd.com/?page_id=1144

☞ সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নিন্মের লিংক থেকে ২০ মিনিটের অনলাইন Skill Test Exam দিতে হবে।
http://www.nationalappsbd.com/?page_id=1151

☞ Skill Test Test এর পর, আপনার টেস্টের Username, নাম, মোবাইল নাম্বার, ইমেইল এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আমাদের ফেইসবুক পেজের ম্যাসেজ অপশনে অবশ্যই প্রেরণ করতে হবে ।

আর জানতে যোগাযোগ করুন,
আইডিইবি ভবন, স্টাডি এন্ড রিসার্চ সেল, তৃতীয় তলা ।
মোবাইল ০১৬৭২৩৫৭৮৩০
Email: khondkarmahmud@ymail.com

বিদ্র ঃ পলিটেকনিকের শিক্ষাত্রীরা রেজিস্ট্রেশান এর পর আপনার নাম ফোন নাম্বার ও আইডি কমেন্টে ম্যসেজ করুন । যারা ইউনিভার্সিটির শিক্ষাত্রী নন তারা শিক্ষাপ্রতিষ্ঠানের নামের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন । রেজিস্ত্রেশানে সমস্যা হলে কমেন্টে জানান । রেজিশট্রেশানের শেষ সময় ৭ জানুয়ারি ।

1 টি মন্তব্য: