Social Icons

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আশকোনা হজ্জ ক্যাম্প Ashkona Hazz Camp

একসাথে কয়েক হাজার হজ্জ যাত্রীকে দেখার সুযোগ হল আশকোনায় হজ্জ ক্যম্পে গিয়ে । ঢাকার মধ্যে সরকারি এত বৃহত একটা হজ্জ ক্যম্প আছে আগে জানা ছিল না । অবাক হয়ে গেলাম হজ্জক্যম্পের পরিসর এবং ডেকরেশন দেখে । সরকারী ব্যবস্থাপনায় এত উন্নত সেবা বুধয় আর কোথাও নেয় । ভেতরে ঢোকার পর মনে হচ্ছিল যেন আমিও হজ্জ যাত্রী । বাংলাদেশে আমার দেখা সুন্দর পরিবেশের মধ্যে এটা অন্যতম । এমনকি শাহাজালাল ইন্টা এয়ার্পোটের ব্যবস্থাপনাও এতটা সুন্দর নয় । চারিদিকে হজ্জ যাত্রিদের প্রস্তুতি এবং উত্তেজনা দেখে মনে হচ্ছিল যেন আমিও আদের সহযাত্রি । সোদিয়ারবে না গিয়েও অনেকটা হজ্জের অভিজ্ঞতা নিয়ে এলাম । সবায় যখন পরিবারের সদস্যদের কাছে বিদায় নিচ্ছে সে এক অন্য দৃশ্য । তারা সবায় যেন সবকিছু ভুলে চলে যাচ্ছে নবীর (সা :)দেশে । ফিরে আসার কোন আগ্রহ কারোরি নেই । অনেকটা শেষ বিদায়ের মত বিদায় পালা । নবীজি (স :) এর দেশে মৃত্যু হওয়ার ভাগ্য আর কজনের হয় ।
কিছু সময়ের জন্য হলেও আপ্নি অনুভব করতে পারবেন । হয়ত সবকিছু ভুলে যাবেন । আবেগ কে ধরে রাখতে পারবেন না ।
আসার সময় কান্না পাচ্ছিল । মন চাচ্ছিল তাদের সাথে সোনার মক্কায় যাওয়ার । নবীজি (সা : ) এর রওযা জেয়ারত করার ।
হজে না যেতে পারেন তবু একটি বারের জন্য ঘুরে আসুন আশকানিয়া হজ্জ ক্যাম্পে আর নিয়ে আসুন আরবে না গিয়েও হজ্জের অনুভূতি ।

ধন্যবাদ জানায় সরকার এবং বেসরকারি সংস্থা ও সেচ্ছাসেবিদের এত সুন্দর একটা ব্যবস্থাপনার জন্য ।
আল্লাহর কাছে দোয়া করি সকল হজ্জযাত্রীদের জন্য আল্লাহ যেন তাদের উদ্দেশ্য সফল করেন । তাদের মমের ইচ্ছা পূরন করেন। সকল মানুষকেয় যেন আল্লাহ তার ঘর দর্শনের সুযোগ দেন -আমিন
Your world May be dark as night
Nothing seen ,
Nothing in sight ;
Trust in Allah,
Hold on tight.
The night will pass
There will be light .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন