Social Icons

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

যমুনা ফিউচার পার্ক Jamuna Future Park

ওপেনিংয়ে ঘুরে এলাম এশিয়ার সবচেয় বড় এবং পৃথিবির  ১১তম বৃহত্তম  শপিং মল যমুনা ফিউচার
পার্ক । নির্মান শুরুর সময় এটি ছিল পৃথিবির  ৩য় বৃহত্তম  শপিং মল। আপ্নার কল্পনার শক্তিকে হার মানাতে যা যা দরকার তার সবই আছে এখানে । এটি এত বৃহত  যা আপ্নার কল্পনার শক্তিকে হার মানাতে বাধ্য । বসুন্ধরা সিটির
সবকটি ফ্লোর এক করলেও যমুনার একটি ফ্লোরের সমান হবে কিনা সন্দেহ । এককথায়
অকল্পনিয় ।
প্রতিটা ফ্লোরেই রয়েছে নতুন নতুন চমক ।
ফিউচার ওয়াল্ড তো কল্পনার  বাইরে যেন অন্য
এক পৃথিবি  । এছারাও যে রাইড গুলা আছে তা বাংলাদেশের অনান্য থিম পার্ক ফেন্টাসি কিংডম ,নন্দন পার্ক ,ফয়েস লেক কেও হার মানায় । বিশেষ করে রোলার কোস্টার যা ৩৬০° কোনে ঘুরতে পারে , আমার জিবনে দেখা সবচেয়ে ভয়াল রাইড ।

আমার কথা অতি রঞ্জিত মনে হলে দেখে আসুন নিচ্চয় এটা আপ্নার কল্পনাকে পেরিয়ে যাবে ।
যমুনা ফিউচার পার্কের বিনোদন সুবিধার মধ্যে রয়েছে শপিংমলের ষষ্ঠ তলায় ফুডকোর্ট, সিনেমা এবং শপিংমলের বাইরের রোমাঞ্চকর রাইডস, হেলথ ক্লাব ও রুফটপ রাইডস।
ষষ্ঠ তলায় থাকছে একসঙ্গে সাড়ে ৪ হাজার
লোকের ধারণ ক্ষমতার ফুডকোর্ট ও রেস্টুরেন্ট।
যেখানে বিশ্বের খ্যাতনামা খাবারের ব্র্যান্ডগুলো তাদের আয়োজনের পসরা সাজিয়েছে।
ষষ্ঠ তলার দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয়
স্থানগুলোর একটি হল ‘ফিউচার ওয়ার্ল্ড’
যেখানে একসঙ্গে আড়াই হাজার ছেলেমেয়ে ৪টি বৃহৎ ইনডোর রাইডস, ১৫৭টি ভিডিও গেমস্-এর
বাংলাদেশের সর্ববৃহৎ ভিডিও গেমস আর্কেড, রক
ক্লাইম্বার, মনোমুগ্ধকর ম্যাজিক শো ও সেভেন-ডি রাইডার ইত্যাদির স্বাদ পাবে।
এছাড়া এ জোনের সঙ্গে সংযোজিত রুফটপে রয়েছে ৩টি সুপরিসর রুফটপ রাইডস যথাক্রমে ডাবলডেকার, ফ্লোটিং ব্যালে ও ষষ্ঠ তলার
অন্যতম আরেকটি আকর্ষণ হল ‘প্লেয়ারস জোন’।
যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ২২ লাইনের বোলিং এলে অবস্থিত। এখানকার ২টি পুল ও বিলিয়ার্ড এবং ৩টি স্নোকার তারুণ্যের মন ভরিয়ে দেবে।
যমুনা ফিউচার পার্কের ষষ্ঠ তলার আরেকটি আকর্ষণীয় আয়োজন হল ‘ব্লকবাস্টার সিনেমাস’। সর্বাধুনিক প্রযুক্তির সাতটি সিনেমা হলের
সমন্বয়ে ‘ব্লকবাস্টার সিনেমাস’। ডিজিটাল সাউন্ড সিস্টেম, থ্রিডি সিনেমার আয়োজন, চিত্তাকর্ষক ও
বিলাসবহুল কফি লাউঞ্জ, অতিথিদের আরামদায়ক বসার জায়গা, ভিআইপি লাউঞ্জ, অনলাইন টিকিটিং, সাতটি হলের সাত ধরনের আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন, মনোমুগ্ধকর
লবি ডিজাইনসহ ‘ব্লকবাস্টার সিনেমাস’-
এর অভিনব সব আয়োজন সাজানো হয়েছে দেশের মানুষের বিনোদন ও প্রত্যাশা মেটানোর
প্রত্যয়ে।

সত্যি এ যেন দেশের বুকে ভবিষ্যতের
আধুনিক পৃথিবি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন