Social Icons

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

প্রাক- প্রাথমিকে শিক্ষক নিয়োগে নির্বাচিত ১৩৯৮৮ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বুধবার রাতে প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও
জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়  জানান, এতে সর্বমোট ১৩ হাজার ৯৮৮ জন
প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রচলিত শিক্ষক নিয়োগ
বিধিমালা অনুযায়ী মেধা ও কোটানীতি অনুসরণ করে ফল প্রকাশ করা হলো। রবীন্দ্রনাথ রায় বলেন, চূড়ান্তভাবে নির্বাচিতদের জেলাওয়ারী ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ছাড়াও প্রাথমিক
শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd
পাওয়া যাবে। মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বৈধ প্রার্থীর সংখ্যা ১০
লাখ ৮৫ হাজার ৮৭০ জনের মধ্যে ৯ লাখ ৩২
হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ
নেয়। ২০ জুন লিখিত পরীক্ষার প্রকাশিত
ফলে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ হাজার ২৩৩
জন। উল্লেখ্য, সহকারী শিক্ষক পদে দেশের
৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া)
১৪ হাজার ৮৫৮ জনকে নিয়োগের জন্য গত
বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বছরের ৪ আগস্ট প্রার্থীদের মৌখিক
পরীক্ষা শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন