রসায়নে অনন্য গবেষণার স্বীকৃতি স্বরূপ এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্টিন কারপ্লাস, মাইকেল লেভিট ও আরেই ওয়ারশেল।
জটিল রাসায়নিক সিস্টেমের উন্নয়নে অবদান রাখার জন্য তাদেরকে যৌথভাবে এ পুরস্কার
দেওয়া হয়। বুধবার সুইডেন সময় সকাল ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়: বিকেল ৩টা ৪৫
মিনিটে) সাংবাদিকদের সামনে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। চিকিৎসা, পদার্থ,
রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- মোট
এ ছয়টি খাতে বিশেষ অবদান রাখার জন্য
পুরস্কারে ভূষিত করে আন্তর্জাতিক নোবেল কমিটি। ১৯০১ সালে ডাচ রসায়নবিদ জ্যাকোবাস
হেনরিকাস ভ্যান্ট হফ রসায়নে প্রথম নোবেল পান। গত বছর মার্কিন গবেষক রবার্ট লেফকোইটজ ও ব্রায়ান কবিলকা যৌথভাবে রসায়নে নোবেল লাভ করেন। হরমোনের গেটওয়ে ‘জি প্রোটিন- কাপলড রিসেপ্টরস’ নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল দেওয়া হয়।
((বাংলা নিউজ ))
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন