Social Icons

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ঢাকা সহ সারা দেশে পলিটেকনিকে অবরোধ কর্মসূচি,দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকাতে আমাদের অবরোধ ছিল শান্তি পূর্ন ।সকাল ১টায় আমরা ঢাকা পলিটেকনিকের দক্ষিন গেটে অবস্থান করি এবং আন্দোলোনের প্রস্তুতি নিই । আমরা সুশ্রিক্ষল ভাবে আমাদের দাবি দাওয়া গুলা পেশ করার লক্ষে ১২টার দিকে সাতরাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিই । এ সময় আমাদের সাথে যোগ দেয়
ঢাকা মহিলা পলিটেকনিক ,গ্লাস ও সিরামিক
ইন্সটিটিউট ,বাংলাদেশ মেরিন ইন্সটিটিউট সহ বেশ কিছু বেসরকারি পলিটেকনিকের শিক্ষাত্রিরা । এছারাও আমাদের সাথে যোগ দেয় আইডিইবির কেন্দ্রিয় নেতা সহ বেশ কিছু ডিপ্লোমা পেশাজীবি সংগঠন ।

এ সময় সাতরাস্তা ময়ূর ভাস্কর্যের সামনে বক্তিতা দেন আন্দোলনের নেত্রিবৃন্দ । আমরা সাতরাস্তা অবরোধ করে বসে যায় । ঢাকা পলিটেকনিক ও গ্লাস সিরামিকের প্রিন্সিপাল আমাদের সাথে যোগ
দিলে ছাত্ররা আরো উজ্জিবিত হয় এবং শ্লোগান
দিতে থাকে । এর কিছু সময় পর সরাষ্ট্রমন্ত্রী
মহিউদ্দিন খান আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়ে দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নের আশাস দেন ।
কিন্তু তার এই আশাস আমাদের আশস্ত করেনি । আমরা তাকে তিন দিন সময় বেধে দিই এবং তিন দিনের মধ্যে দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সকল পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ও কঠোর আন্দলোনের কর্মসূচি দেওয়া হয় । আমরা ""সুপারভাইজার হবনা পরীক্ষা দিব না """বলে শ্লোগান দিতে থাকি । এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবি ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিক প্রধানন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ রাতে নিউইয়র্ক যাওয়ার আগে আমাদের
দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়ে যান।
না হলে ফিরে দেখবেন বাংলাদেশ তছনছ হয়ে যাবে।’ এবং একই সাথে ২৫ সেপ্টেম্বর জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে স্পিকারের
কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন
ফজলুল হক মল্লিক। তিন দিনের আল্টিমেটাম
মেনে না নেওয়া হলে ২৫ তারিখ জাতীয় সংসদ
অভিমুখে বিক্ষোভ ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া এবং সকল পরীক্ষা স্থগিত
করার কর্মসূচি দিয়ে আমারা অবরোধ কর্মসূচি শেষ করি । কিন্তু আমরা তখনো জানতাম না ঢাকার বাইরে এত সহিংসতা হয়েছে পুলিশ আন্দোলোন কারিদের উপর রাবার বুলেট ও টিয়ার শেল এবং লাঠি চার্জ করেছে ।
বাসায় এসে টিভিতে সব দেখলাম । ধন্যবাদ
সকলকে জীবনের ঝুকি নিয়ে ন্যয্যদাবি আদায়ের জন্য আন্দোলনে অংশ নেওয়ায় । এখন শুধু আল্টিমেটামের অপেক্ষা । দাবি মেনে না লিলে ২৫ তারিখ হবে ফাইনাল খেলা । সেদিন সব অত্যাচারের জবাব দেওয়া হবে । মাননিয় সরাষ্ট্র মন্ত্রী আপ্নাকে বলতে চাই আমরা আপ্নার পুলিশ বাহিনিকে ভয় পায় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন